স্বামী-স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা জেনেলিয়া-রীতেশ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২২


স্বামী-স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা জেনেলিয়া-রীতেশ
ছবি: ইন্টারনেট

বলিউডের অন্যতম জুটি জেনেলিয়া-রীতেশ। দাম্পত্যে কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় না, আরও এক বার বুঝিয়ে দিলেন জেনেলিয়া ডি’সুজা। ১০ বছর পর অভিনয়ে ফিরছেন তিনি। সঙ্গে স্বামী রীতেশ দেশমুখ।


হবু মায়ের পাশে দাঁড়িয়ে অন্তঃসত্ত্বা বাবা। অবাক কাণ্ড সাড়া ফেলেছে বলিউডে। আসছে রীতেশ-জেনেলিয়া অভিনীত ‘মিস্টার মাম্মি’।


‘মিস্টার মাম্মি’ পোস্টার প্রকাশ্যে আসতে চমকে গিয়েছিলেন দর্শক। গর্ভ আড়াল করে বসে আছেন রীতেশ দেশমুখ! নায়ক অন্তঃসত্ত্বা? সেখানে দেখা যায়, চিকিৎসকের কাছে ছুটছেন রীতেশ। চিকিৎসকের ভূমিকায় মহেশ মঞ্জরেকর। তাঁকে রীতেশ জানাচ্ছেন, স্ত্রী জেনেলিয়া ডিসুজা আর তিনি একই রকম অসুস্থ। রোগের লক্ষণ দু’জনেরই একই। মহেশ বোঝেন, রীতেশের গর্ভে সন্তান এসেছে। সে কথা তাঁকে বলতে চোখ ছানাবড়া রীতেশের। জেনেলিয়া আর তিনি একই সঙ্গে সন্তানধারণ করবেন? 


যদিও ঝলকে বোঝা যাচ্ছে, এটি হাস্যরসাত্মক কমেডি। বহু দিন পর রীতেশ আর জেনেলিয়াকে পর্দা ভাগ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার মাম্মি’। অন্য দিকে রীতেশের নিজের পরিচালনায় মরাঠি ছবিও আসতে চলেছে। ‘বেদ’ মুক্তি পাবে চলতি বছর ৩০ ডিসেম্বর।


সূত্র: আনন্দবাজার


আরএক্স/