প্রাক্তনের স্ত্রী এখন তাঁর ভাল বন্ধু

প্রাক্তনের স্ত্রী আলিয়াকে ছুঁয়ে দেখতে চাই ক্যাটরিনা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২২


প্রাক্তনের স্ত্রী আলিয়াকে ছুঁয়ে দেখতে চাই ক্যাটরিনা
ছবি: সংগৃহীত

রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ দিন প্রেমে মজেছিলেন ক্যাটরিনা । এবার প্রাক্তনের স্ত্রী নিয়ে বললেন আলিয়াকে  স্ফীতোদরে হাত বোলাতে চান তিনি।  


ক্যাটরিনা কাইফ আর আলিয়া ভাট বলিউডের দুই নায়িকা। তাঁরা দুই বন্ধুও বটে। হবু মা আলিয়াকে নিয়ে কী বললেন ক্যাটরিনা।


প্রাক্তনের স্ত্রী এখন তাঁর ভাল বন্ধু। বলিপাড়ার সম্পর্কগুলো অনেকটা পাঁচমিশেলি সব্জির মতো। কখন যে সমীকরণ উল্টেপাল্টে যায় তা বোঝা দায়। এই যেমন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। আলিয়ার স্বামী রণবীর কাপুর ছিলেন ক্যাটরিনার এক সময়ের প্রেমিক। 


তবে এখন অবশ্য নায়িকা সুখে ঘর করছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। কিন্তু তাতে কী? অতীত কি আর পিছু ছাড়ে! ‘ফোনভূত’ ছবির প্রচারে এসেও তাই মজার ছলে প্রাক্তন প্রেমিক এবং তাঁর স্ত্রী আলিয়ার প্রসঙ্গ উঠেই এল।


সন্তানসম্ভবা আলিয়া প্রসঙ্গে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয় যে হবু মায়ের সঙ্গে দেখা হলে তিনি কী করবেন? তাতেই মজার উত্তর দিয়েছেন নায়িকা। মিষ্টি হাসি দিয়ে অঙ্গভঙ্গিতেই বুঝিয়ে দেন কী প্রতিক্রিয়া দেবেন। আলিয়ার স্ফীতোদরে হাত বোলাতে চান তিনি। ক্যাটরিনা বলেন, “আমি এটাই করতে চাই। আলিয়ার সঙ্গে জিমে আমার মাঝেমাঝেই দেখা হয়। এখনও ও নিয়ম করে জিম করে যাচ্ছে। নিজের ফিটনেস সম্পর্কে আলিয়া ওয়াকিবহাল। সত্যিই ভাল লাগছে দেখে।”


আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তার পরই কাপুর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রণবীর এবং আলিয়া পরিবার। অন্য দিকে ক্যাটরিনা এবং আলিয়া দু’জনকেই একসঙ্গে দেখা যাবে ফারহান আখতারের ‘জি লে জ়রা’ ছবিতে।


সূত্র: আনন্দবাজার


আরএক্স/