রোগীদের সেবা করছেন ‘দুষ্টু পোলাপাইন’ গানের ঐশী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২২
‘দুষ্টু পোলাপাইন’ গানে মঞ্চ কাপিয়ে এবার মানবসেবায় যোগ দিলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী।
গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে ভক্তদের এই সুখবরটি জানিয়েছেন ঐশী নিজে। তিনি জানান, রাজধানীর বেসরকারি হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ডাক্তার হিসেবে যোগ দিয়েছেন।
ফেসবুক পোস্টে ঐশী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্, কার্ডিওলজি বিভাগের কর্মরত চিকিৎসক হিসেবে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে নতুন জীবন শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ঐশী উচ্চমাধ্যমিক লেখাপড়া শেষ করে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এমএইচ শমরিতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। নিয়ম অনুযায়ী ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া ও কৃতজ্ঞতা জানান।
জেবি/ আরএইচ/