Logo

মুলা নিয়ে নন-ক্যাডার প্রার্থীদের বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২২, ১০:৩৩
24Shares
মুলা নিয়ে নন-ক্যাডার প্রার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

আন্দোলনকারীরা তার গাড়ি অবরুদ্ধ করে শুয়ে পড়েন। পরে আন্দোলন সমন্বয়কদের সিদ্ধান্তে চেয়ারম্যানের গাড়ি বের হতে দেওয়া হয়

বিজ্ঞাপন

‘দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা বড় ধরনের সুখবর পাবেন। তারা অহেতুক আন্দোলন করছেন।’পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের এমন বক্তব্যকে দায়সারা উল্লেখ করে দড়িতে মুলা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। 

বিজ্ঞাপন

এদিকে লাগাতার অবস্থান কর্মসূচির আজ পঞ্চম দিন হলেও এখন পর্যন্ত পিএসসির দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। অন্যদিকে দাবি না মানা হলে আমরণ অনশন কর্মসূচির ঘোষণাও দিয়েছে চাকরিপ্রার্থীরা।

বিজ্ঞাপন

কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে ‘প্রাপ্যতার মুলা’ শিরোনামে একটি নাটক মঞ্চস্থ করা হবে বলেও জানান তারা।

এর আগে গত (৩১ অক্টোবর) বিকেলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অফিস শেষ করে বের হলে আন্দোলনকারীরা তার গাড়ি অবরুদ্ধ করে শুয়ে পড়েন। পরে আন্দোলন সমন্বয়কদের সিদ্ধান্তে চেয়ারম্যানের গাড়ি বের হতে দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD