শাকিব যে কারও সঙ্গেই শুতে পারে: ইলোরা গওহর


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২২


শাকিব যে কারও সঙ্গেই শুতে পারে:  ইলোরা গওহর
ছবি: সংগৃহীত

ঢালিউডের সুপারস্টার শাকিবের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী ইলোরা গওহর। তিনি জানালেন, শাকিবকে ডুবানোর চেষ্টা করছেন বুবলী।


এদিকে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইলোরা বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নাই? শাকিবকে ডুবানোর জন্য এমনটা করা হয়েছে। এখানে শাকিবের কোনো দোষ নেই।’


তিনি মনে করেন, যে কেউ শাকিবের সঙ্গে শুতে পারে। এটা কলকাতায় হরহামেশাই হয়। তাই শাকিববে কোনো দোষ দেখছেন না এই অভিনেত্রী।


এর আগে গত ২৭ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপরই হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। এর দুই দিন পর অভিনেত্রী জানান তার সন্তানের পিতা শাকিব খান। এর কিছুক্ষণ পর সন্তানের স্বীকৃতি দিয়ে শাকিব জানান, শেহজাদ তার পুত্র।

জেবি/ আরএইচ/