শুরু হল ‘বিবাহ অভিযান’-২এর শুটিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২২
গুরু হলো নুসরাত ফারিয়া ও অঙ্কুশ হাজরা অভিনীত বিবাহ অভিযান-২ এর শুটিং। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত কমেডি ছবি ‘বিবাহ অভিযান’।
সম্প্রতি সেই ছবির পরবর্তী পর্বের ঘোষণা করা হয়েছিল। শনিবার (৫ নভেম্বর) থেকে ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ওপার বাংলার অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়ঙ্কা সরকার এবং বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া।
ছবির কাস্টিংয়ের ক্ষেত্রে বিশেষ একটা রদবদল হয়নি। গত বারের অভিনেতাদের সঙ্গে এ বারে থাকছে নতুন একটি চমক। ইউনিটে যোগ দিয়েছেন সৌরভ দাস। সূত্রের খবর, তাঁকে ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।
প্রসঙ্গত, ‘বিবাহ অভিযান’-এর চিত্রনাট্য লিখেছিলেন রুদ্রনীল। এ বারেও তার অন্যথা হচ্ছে না। ছবির সাফল্যকে মাথায় রেখেই দীর্ঘ দিন ধরেই প্রযোজনা সংস্থা সিকুয়েলের পরিকল্পনা করছিল।
কলকাতা ছাড়াও এই ছবির আউটডোর হবে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। ছবির শুটিং চলতি মাসেই শেষ হওয়ার কথা। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
সূত্র: আনন্দবাজার
আরএক্স/