গায়ক আকবর লাইফ সাপোর্টে


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:১২ পিএম, ৯ই নভেম্বর ২০২২


গায়ক আকবর লাইফ সাপোর্টে
ফাইল ছবি

লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে গায়ক আকবরকে। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখানে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে রয়েছেন।


আজ বুধবার (৯ নভেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।


এর আগে, শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়।


দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে আকবরের ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়।


পা কাটার পর থেকে আকবরের কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যায়। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল।


এর আগেও কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন তিনি।

জেবি/ আরএইচ/