মিমের নিজের জামাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিৎ ছিল: পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২২
ঢালিউডের অভিনেত্রী পরীমনি হঠাৎ করেই চটেছেন। পরী মনি স্বামী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর ক্ষেপেছেন।
এদিকে গতকাল বুধবার বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে পরীমনি তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন। যে পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন।
পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!'
এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’
জেবি/ আরএইচ/