‘নিউ ইয়র্কে কাজী মারুফের ৪ বাড়ি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:১০ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২২
বাংলা সিনেমার আলোচিত নায়ক কাজী মারুফ। ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার মধ্যে। ২০১৯ সালে দেশটির গ্রিন কার্ড পান তিনি। আপাতত সেখানেই স্থায়ী নায়ক মারুফ। এবার জানালেন, সেখানে শুধু থাকছেনই না ইতোমধ্যে চারটি বাড়ির মালিকানাও নিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ নভেম্বর) মারুফ তার ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চারটি বাড়ির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে।’ নিচে বিশেষ দ্রষ্টব্যে লেখেন, ‘দেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। উল্টো দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার যে দেশ থেকে টাকা নিয়ে আসব। দোয়া করবেন।’
এর আগের পোস্টে কিছুটা আক্ষেপের সুর বাজে মারুফের কণ্ঠে। তিনি লেখেন, ‘আমি দেশকে ভালোবেসেছি কিন্তু দেশ কি আমাকে ভালোবেসেছে? লাইভে আসব কাল (আজ)। আপনাদের বলতে, কেন আমি আমেরিকাতে? বাংলাদেশে থাকতে আমিও চাই। উড়োজাহাজ দেখলে খুব ইচ্ছে করে কবে দেশে যাব। মনে ইচ্ছে হয়, কিন্তু আছে। কিন্তুর গল্প বলতে আসব কাল ইউটিউবে।
জেবি/ আরএইচ/