শাকিবের বাড়িতে মধ্যরাতে হামলা! নেপথ্যে কারা, তদন্তে পুলিশ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:১৫ এএম, ১২ই নভেম্বর ২০২২


শাকিবের বাড়িতে মধ্যরাতে হামলা! নেপথ্যে কারা, তদন্তে পুলিশ
ছবি: ইন্টারনেট

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গাজীপুরের পূবাইলে শাকিবের বাড়ি 'জান্নাত'-এ হামলা চালায় দুর্বৃত্তরা।  


স্ত্রী শবনম বুবলির সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে ইদানীং অভিনেতা শাকিব খান চর্চায়। আর তার মধ্যেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল।


একদল দুর্বৃত্ত এমন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শাকিবের ঘনিষ্ঠসূত্র।


বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি।


শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে। তবে হামলার বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব খান।


এইচআর/