শাহরুখ খান মুম্বাই বিমানবন্দরে আটক


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:১৩ এএম, ১৩ই নভেম্বর ২০২২


শাহরুখ খান মুম্বাই বিমানবন্দরে আটক
ছবি: আনন্দবাজার

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার, এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। 


জানা গেছে, দেশটির শুল্ক দপ্তর থেকে আটক করা হয় কিং খানকে। এ সময় তিনি ব্যক্তিগত বিমানে দুবাই থেকে নিজ দেশ ভারতে ফিরছিলেন।


সূত্রের দাবি, শাহরুখের কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।


সংবাদ সংস্থা সূত্রে খবর থেকে জানা গেছে, সংযুক্ত আরব আমির শাহির শারজা থেকে শনিবার মুম্বই ফিরছিলেন শাহরুখ। তার কাছে বহুমূল্য ঘড়ির খাপ ছিল বলেই তাকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। এর পর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে বলে সূত্রের খবর। তবে শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন সুপারস্টার।

সূত্র: আনন্দবাজার