Logo

আমন ধানের বাম্পার ফলন, মারাই কাজে ব্যস্ত কৃষক

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২২, ০৯:৩৭
আমন ধানের বাম্পার ফলন, মারাই কাজে ব্যস্ত কৃষক
ছবি: সংগৃহীত

সোনালী পাকা ধানে ভরে উঠেছে মাঠ। সে সাথে রঙিন হয়ে উঠেছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের হাতছানি

বিজ্ঞাপন

রায়গঞ্জে চলতি মৌসুমে আমন ধানে বাম্পার ফলন হয়েছে, ঘরে ঘরে কৃষাণ কৃষাণীরা মেতে উঠেছে নবান্নের উৎসবে। সোনালী পাকা ধানে ভরে উঠেছে মাঠ। সে সাথে রঙিন হয়ে উঠেছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের হাতছানি। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র। নতুন ধানের উপস্থিতিতেই কৃষক পরিবারে লেগেছে আনন্দের ঢেউ। বাতাসে ভেসে আসছে পাকা ধানের মৌ মৌ গন্ধ। 

বিজ্ঞাপন

অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার উপযুক্ত সময় হলেও কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে গেছে ধানকাটা  এসময় কৃষকের নিকট আত্মীয় স্বজনদের সমাগম ঘটবে প্রতিটি বাড়িতে বাড়িতে। শত ব্যস্ততার মাঝেও নবান্নের আনন্দ ভাগাভাগি করে নেয় কৃষাণ কিষানিরা। মাঠে তাদের সোনালি স্বপ্ন বাতাসে দুলছে। আর সেই আনন্দে আমন ধান কাটা শুরু করেছে কৃষকরা। আর কদিনের মধ্যে পুরোদমে আমন ধান কাটার ধুম পড়ে যাবে বলছে কৃষি বিভাগ। রায়গঞ্জ উপজেলায় এবার আমনের আশানুরুপ ফলন হয়েছে। বৈরী আবহাওয়ার মাঝেও ভাল ফলন পেয়ে খুশি কৃষকেরা।

বিজ্ঞাপন

উপজেলার সোনাখাড়া ইউনিয়নের রুপাখাড়া গ্রামের কৃষক আব্দুল ছালাম জানান, ‘আল্লাহর রহমতে এ বছর ভালো ফসল হয়েছে। পোকামাকড় তেমন কোন আক্রমন করেনি।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন আশা করা যাচ্ছে। মাঠ পর্যায়ের প্রতিটি ইউনিয়নে দায়িত্বে থাকা কৃষি অফিসারদের সার্বক্ষনিক সহযোগিতা ও সরকারি সহায়তায় কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। ২নং সোনাখাড়া ইউনিয়নের কৃষি অফিসার মোঃ সেলিম হোসেন বলেন এবছর প্রায় ১৯ হাজার ৭৮০ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছিল। আমাদের উপজেলায় কৃষকরা আশা করছি ভালো ফলন পাবে।

বিজ্ঞাপন

রায়গঞ্জের ভিবিন্ন হাট বাজারে দেখাগিয়েছে নতুন ধানের দাম বেশ ভাল হওয়ার ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে। শীতের শুরুতেই আমন ধান গোলায় উঠার সাথে সাথেই গ্রামের বউ ঝিরা নতুন ধানের পিঠাপুলি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD