আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করে, আকবরের মেয়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:০৪ এএম, ১৬ই নভেম্বর ২০২২

হঠাৎই গত রবিবার পরপারে পাড়ি দিয়েছেন গায়ক আকবর। তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে যশোরের কারবালা কবরস্থানে। সেখানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এদিকে আকবরকে দাফনের পর তার মেয়ে অথৈ সবার কাছে দোয়া চেয়েছেন। কিছুতেই যেনও থামছেই না তার কান্না।
আজ মঙ্গলবার সকালে প্রয়াত আকবরের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে অথৈ লিখেছেন, আগামীকাল বুধবার (১৬ নভেম্বর) বাদজোহর যশোরে আব্বুর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমার আব্বুর জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে বেহেশত নসিব করেন।
জেবি/ আরএইচ/