মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২

মাধ্যমিকের বিভিন্ন শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এটি চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।
মাউশি সূত্রে আরো জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সরকারি স্কুলে ভর্তির লটারি। আর বেসরকারি স্কুলের ভর্তির লটারি হবে ১৩ ডিসেম্বর।
এদিকে সরকারি-বেসরকারি সব স্কুলেই নির্ধারিত ফরমে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। আগের মতোই থাকছে ভর্তি ফি।
এদিকে আগামী বছর বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে সরকারি-বেসরকারি স্কুলগুলোর তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ১৪ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে https://gsa.teletalk.com.bd প্রবেশ করে মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোর তথ্য আপলোড করতে বলা হয়েছে।
জেবি/ আরএইচ/