বিএনপি অন্তর জ্বালায় মরে: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৯ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২২

বিএনপি অন্তর জ্বালায় মরে বলে মন্তব্য করেছেন, আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (১৬ নভেম্বর) বরগুনা সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তিনি এমন কথা বলেন।
নেতা-কর্মীদের উপস্থিতিতে মুখরিত সমাবেশস্থল। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এসেছেন সমাবেশ।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের পদে রয়েছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর।
জেবি/ আরএইচ/