এসএসসির ফল প্রকাশ এ মাসেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৯ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২


এসএসসির ফল প্রকাশ এ মাসেই
ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফল আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। এদিকে ফল প্রকাশের তারিখ নির্ধারণের জন্য ইতমধ্যে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মাউশির চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, মন্ত্রণালয়ের কাছে ইতমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। ঐ তিনদিনের মধ্যে এখন প্রধানমন্ত্রী যেদিন সময় দিতে পারবেন, সেদিন ফল প্রকাশ করা হবে। কারণ সাধারণত প্রতি বছর পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।


উল্লেখ্য, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি।

জেবি/ আরএইচ/