মিম-রাজের জুটিতে ভাঙন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২২
রাজের সঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যা সিনহা মিম। আর সেকারণে রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ সিনেমাটিতে অভিনয় করতে চাইছেন না এ নায়িকা। এতে রাজেরও অভিনয়ের কথা আছে বলেই এমন সিদ্ধান্ত তার। যদিও এক বছর আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন মিম।
মিম চাইছেন না তার কারণে রাজ-পরীর সংসারে কোনো অশান্তি হোক। কিছুদিন আগে পরীমণি সামাজিক মাধ্যমে জানান, মিমের কারণে তাদের সংসারে অশান্তি হচ্ছে। শুধু তাই নয়, রাজ-মিমের পরকীয় সম্পর্কেরও ইঙ্গিত দেন তিনি।
মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে।’
কারণ জানতে চাইলে মিম বলেন, রাজের সঙ্গে ‘দামাল’ ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমণি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যে সব ঘটনা ঘটিয়েছেন, তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম। তাই আর তার সঙ্গে কাজ করব না। শুধু তাই-ই নয়, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আমি অবাক হয়েছি। এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই রংহীন হয়ে গেছে। এ সব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন।
জেবি/ আরএইচ/