অতীতের জ্বালাও পোড়াওয়ের কারণে ধর্মঘট: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪২ পিএম, ১৯শে নভেম্বর ২০২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অতীতে বিএনপি যখন সমাবেশে ডেকেছিল তখন তারা জ্বালাও পোড়াও করেছে। তাই পরিবহণ মালিক শ্রমিকরা এই ভয়ে গাড়ি বন্ধ রাখে।
আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে, বোমা হামলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের সমাবেশে আওয়ামী লীগের কেউ একটা পটকাও ফাটায়নি।
জেবি/ আরএইচ/