বিএনপির গণসমাবেশ
জনস্রোতে নেমেছে সিলেটের আলিয়া মাঠে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৪৭ এএম, ২০শে নভেম্বর ২০২২

বিএনপির বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে সিলেটর সমাবেশে যোগ দিতে ইতমধ্যে খণ্ড খণ্ড মিছিলেন নিয়ে আলিয়া মাঠে প্রবেশ করছে নেতাকর্মীরা। এক কথায় মিছিলেন নগরীতে পরিনত হয়েছে সিলেট শহর।
নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।
জানা গেছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের সংখ্যা বাড়তে থাকে।
সমাবেশ শুরু হওয়ার পর মিছিলের সারি আরও দীর্ঘ হতে থাকে। এ কারণে ঠিকমতো মাঠে ঢুকতে পারেনি সমাবেশে আসা মিছিলগুলো। প্রবেশ ফটকের সামনে অনেক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের মাঠে ঢুকতে হয়েছে।
জেবি/ আরএইচ/