সাব্বিরকে সাবধান হতে বললেন ওমর সানি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৪৭ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২২


সাব্বিরকে সাবধান হতে বললেন ওমর সানি
ছবি: সংগৃহীত

একটি অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ্য করে আঞ্চলিক ভাষায় একটি মন্তব্য করেছিলে অভিনেতা মীর সাব্বির। সেই মন্তব্য নিয়ে সোশ্যালে ও সংবাদমাধ্যমে অভিনেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান করেন উপস্থাপিকা। 


যা নিয়ে সোশ্যালে শুরু হয় নানা বিতর্ক। ইতিমধ্যেই উপস্থাপিকা ইসরাত পায়েল অভিনেতা মীর সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ তোলার পর উল্টো বিপাকে পড়েছেন। 


এদিকে চিত্রনায়ক ওমর সানি তার ফেসবুকে মীর সাব্বিরকে সমর্থন করে লিখেছেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোন দোষ না। ভাইরালের শিকার তুমি, ঢোঁড়া সাপ থেকে সাবধান হই’।


এদিকে উপস্থাপিকার অনুরোধে মাইক্রোফোন হাতে নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার নাটকের সংলাপ এখন মনে পড়ছে না।’ খানিকটা সময় নিয়ে তিনি আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এই রহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’