সাব্বিরকে সাবধান করেছেন সুবর্ণা মুস্তাফা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২২


সাব্বিরকে সাবধান করেছেন সুবর্ণা মুস্তাফা
ফাইল ছবি

সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে অভিনেতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইশরাত পায়েল। সেই অভিযোগের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও পরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন মীর সাব্বির।


এবার সাব্বিরকে সাবধান করে মতামত দিয়েছেন সুবর্ণা মুস্তাফা। তিনি লিখেছেন, ‘মীর সাব্বির ভুল বলেছেন, একমত। উপস্থাপক এটি পছন্দ করেননি এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, এটি তার বিশেষাধিকার।’


তিনি আরও লেখেন, ‘মীর সাব্বির তার পেজে ক্ষমা চেয়েছেন, ভালো। আমার এখন প্রশ্ন, মানুষ কেন, বিশেষ করে সহকর্মীরা এখনও এই সমস্যাটিকে জিইয়ে রাখার চেষ্টা করছে? যথেষ্ট হয়েছে।

জেবি/ আরএইচ