বিএনপিকে আত্মসমর্পণ করানো হবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৯ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপিকে আত্মসমর্পণ করানো হবে।
আজ সোমবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোাচনা করে তথ্যমন্ত্রী বলেন, ফখরুল সাহেব বলেছেন, পাকিস্তানই ভালো ছিলো। পাকিস্তানে তার বাবারা ভালো ছিলো। ফখরুলের বাবা একজন পাকিস্তানপন্থী ছিলেন। ফখরুল সাহেব নিজেও বেশি কিছু দিন আত্মগোপনে ছিলেন বলে শুনেছি।
হাছান মাহমুদ বলেন, তাদের নেতা ‘জিয়াউর রহমানের বায়োগ্রাফি পড়ে দেখেন। তার জন্ম পাকিস্তানের করাচিতে। তাদের নেতা তারেক রহমান। এখন বিএনপির মাঠের নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানই ভালো ছিলো। তাদের পাকিস্তানের মতো এই বাংলাদেশের মানুষ আত্মসমর্পণ করাবে। এই ঢাকায় বিএনপিকে আত্মসমর্পণ করানো হবে।
জেবি/ আরএইচ/