বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দিল শাকিব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২২
গতকাল রোববার (২০ নভেম্বর) ছিল বুবলীর জন্মদিন। নিজের জন্মদিনটা কেমন করে কাটালেন তা জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে তেমন কোনো আয়োজন হয়নি এবারের জন্মদিনে।
জন্মদিন প্রসঙ্গে বুবলী বলেন, জন্মদিনে শাকিব খান কি উপহার দিলেন? প্রশ্নের উত্তরে কিছুটা হেসে তিনি বলেন, দেখুন ভাই, শাকিব নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না।
বুবলী বলেন, আমার জন্মদিন উপলক্ষে সে একদিন আগেই উইশ করেছে। এছাড়া গত সপ্তাহে আমাকে সে উপহার দিয়েছে। আমি আগে থেকে জানতাম কি ছিল সেই উপহার। আমি খুলে দেখিনি পরে যখন খুলে দেখলাম সেটা ছিল ডায়মন্ডের নাকফুল।
জেবি/ আরএইচ/