বিএনপির উদ্দেশ্যটা কী: নানক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৫ এএম, ২২শে নভেম্বর ২০২২


বিএনপির উদ্দেশ্যটা কী: নানক
ছবি: সংগৃহীত

বিএনপি পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।


আজ সোমবার (২১ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটি মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।


নানক বলেন, বিএনপির উদ্দেশ্যটা কী? তাদের উদ্দেশ্যটা হলো দেশে অরাজকতা সৃষ্টি করা। দেশে গোলযোগ সৃষ্টি করা। 


তিনি বলেন, যে উদ্যানে জাতীয় পিতা পাকিস্তানিদের বিরুদ্ধে, হাজার বছরের বাঙালি জাতিকে তিনি মুক্তির পথ দেখিয়ে দিক নির্দেশনা দিয়েছিলেন। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনগুলো করার মধ্য দিয়ে আগামী দিনের পথ রচনা কবর।

জেবি/ আরএইচ/