‘আপাতত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৪ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২২
আপাতত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ের সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করছে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরবরাহ এখন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা আশাবাদী, বিদ্যুৎ উৎপাদন মোটামুটি এখন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। যে ঘাটতি ছিল তা ধীরে ধীরে পূরণ হয়ে যাচ্ছে।’
জেবি/ আরএইচ/