ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে মত প্রকাশ করলেন গোলাম মাওলা রনি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪০ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে মত প্রকাশ করলেন গোলাম মাওলা রনি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনা চলছে সর্বস্তরে। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিও এ বিষয়ে মত প্রকাশ করেছেন।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতো দুরের কথা, এই পবিত্র অঙ্গনে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্যতা যাদের ছিলোনা, কিংবা - বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রান্তরে যারা কোন দিন সাহস করেননি পা রাখার তারা আজ ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন। সম্মানিত ভোটারদেরকে আদেশ উপদেশ দিয়ে আধ্যাত্মিক গুরু সাজার চেষ্টা করছেন !”


আরও পড়ুন: ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


তিনি আরও লেখেন, “আশা করছি আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের শ্রেষ্ঠ সন্তানেরা তাদের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষন করার জন্য বিবেক বুদ্ধি প্রজ্ঞার প্রয়োগে নতুন ইতিহাস সৃষ্টি করবেন।”


প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে একজন ভোটার মোট ৪১টি পদে ভোট দেবেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদ রয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।


এএস