ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি কার্যকর মডেল হিসেবে কাজ করছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ: উপদেষ্টা রিজওয়ানা
জাহাঙ্গীর আলম বলেন, “অনেক বছর পর একটি নির্বাচন হচ্ছে। এখানে শতভাগ শিক্ষিত ভোটার অংশ নিচ্ছেন এবং যারা ভোট পরিচালনা করছেন তারাও উচ্চশিক্ষিত। তবে জাতীয় নির্বাচনে একই পরিস্থিতি থাকবে না। তারপরও ডাকসু নির্বাচন একটি ভালো উদাহরণ হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে।”
আরও পড়ুন: গত এক বছরে গুমের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধাপে ধাপে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ভোটগ্রহণ হবে। এসব নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদের প্রশিক্ষণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এএস