‘দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার উদ্যোগ নিয়েছি’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০১ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের যে অবদান তা কখনোই আমরা ভুলবো না। তাই আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সোমবার (২১ নভেম্বর) এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা আমার বাবার ডাকে অস্ত্র তুলে নিয়ে এ দেশ স্বাধীন করেছেন তাদের সম্মান করা, মর্যাদা দেওয়াই আমাদের কাজ। দল-মত পৃথক থাকতে পারে কিন্তু তাদের অবদান আমি কখনো ছোট করে দেখিনি, অবহেলা করিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি এবং সেই সময়ই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।
তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ কেমন হবে সে প্রেক্ষিত আমরা পরিকল্পনা প্রনয়ণ করছি।