শিশু সাহিত্যিক আলী ইমামের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৫ এএম, ২২শে নভেম্বর ২০২২

শিশু সাহিত্যিক আলী ইমাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি বাংলাদেশ টেলিভিশনের মহা-ব্যবস্থাপক ছিলেন। ২০০৬ সালে চাকরি থেকে অবসরগ্রহণ করেন।
জানা গেছে শ্বাসযন্ত্রে, নিউমোনিয়াসহ নানা জটিল রোগ নিয়ে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২১ নভেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ছড়াকার ইমরান পরশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী ইমাম পরিবারসহ থাকতেন পুরান ঢাকার ঠাটারীবাজারে। তার শৈশব-কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী, লিঙ্কন রোড, নয়াবাজার, নওয়াবপুর, কাপ্তানবাজার, ফুলবাড়িয়ায় এলাকায়।
জেবি/ আরএইচ/