‘জঙ্গি ছিনতাইয়ের নেতৃত্ব দেওয়া সেই ব্যক্তি শনাক্ত’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৪ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় নেতৃত্ব দেয়া সেই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিস প্রধান মো. আসাদুজ্জামান
আজ সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি জানান, আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের মোটামুটি সবাইকেই শনাক্ত করেছি এবং নজরদারিতে রেখেছি। যে মোটরসাইকেলয়ে করে জঙ্গিরা পালিয়েছে সেটার মালিকেও শানাক্ত করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে ছিনিয়ে নেয়া হয় দুই মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আসামিকে। পালিয়ে যাওয়া দুই জঙ্গি হলেন- মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। এরপর রাজধানী ও দেশের প্রতিটি সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়।
এদিকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে রবিবার কোতোয়ালি থানায় সন্ত্রাস দমন আইনে হওয়া মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, আয়মান ওরফে মশিউর রহমান, সাব্বিরুল হক চৌধুরী আকাশ ওরফে কনিক, তানভীর ওরফে সামসেদ মিয়া সাইফুল ওরফে তুষার বিশ্বাস, রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে সুমন ও মো. ওমর ফারুক নোমান ওরফে আলী ওরফে সাদের নাম রয়েছে। যারা আদালত প্রাঙ্গন থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ছক করেন। আর বাস্তবায়ন করে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের জঙ্গিরা।
এদিকে কোতোয়ালি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।