মলত্যাগ

খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে রংপুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২২


খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে রংপুর
প্রতীকী ছবি

দেশে একটি সময় গণস্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক নাজুক ছিল। তার মধ্যে অন্যতম নিরাপদ খাওয়ার পানি এবং মানববর্জ্য ও ব্যবহৃত পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা ছিল না। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও এখনও পূরণ হয়নি শতভাগ নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। 


একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, দেশের ২০ লাখ ৪৪ হাজার মানুষ এখন খোলা জায়গায় মলত্যাগ করেন।


প্রতিবেদন থেকে জানা যায়, দেশের ৮ বিভাগের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ বেশি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন রংপুরে। 


প্রতিবেদনে আরও দেখা যায়, রংপুর বিভাগের ৭ লাখ ৩৫ হাজার মানুষ এখনও খোলা জায়গায় মলত্যাগ করেন এবং বরিশালে ২৭ হাজার। 


ওয়াটার এইড বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ‘খোলা জায়গায় মলত্যাগ গত ৫ বছরে বাংলাদেশ অনেক কমিয়ে আনতে পেরেছে।

জেবি/ আরএইচ/