আসামি ছিনতাই একটি দুর্ঘটনা: মোমেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১১ এএম, ২৩শে নভেম্বর ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইকে আমি একটি নিছক দুর্ঘটনা মনে করি। এতে দেশের কোনও ভাবমূর্তি ক্ষুন্ন হবে না।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সিলেটে সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন তিনি।
জঙ্গিকে ছিনতাই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সব দেশেই ঘটে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না। কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন। এ ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
জেবি/ আরএইচ