দাম বেড়েছে ২৪ ওষুধের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২


দাম বেড়েছে ২৪ ওষুধের
ফাইল ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে ওষুধের দাম। জানা গেছে, লিবরা ইনফিউশনের ২৪ ধরনের ওষুধের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।


আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 


সূত্রটি জানিয়েছে, এই ২৪ ধরনের ওষুধের মূল্য ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়ানো হয়েছে। কাঁচামালের দামসহ অন্যান্য খরচ বিবেচনা করে সর্বনিম্ন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।


এদিকে ওষুধ বিশেষজ্ঞরা জানায়, দফায় দফায় ওষুধের মূল্যবৃদ্ধি চিকিৎসাসেবার ওপর ব্যাপক প্রভাব পড়বে। 

জেবি/ আরএইচ