নতুন ২ বিভাগ হচ্ছে ‘পদ্মা’, ‘মেঘনা’ নামেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২
সরকার ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করতে যাচ্ছে বলে জানা গেছে।
একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় প্রস্তাব তোলা হবে।
এর আগে গত বছরের অক্টোবরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন পদ্মা ও মেঘনা নদীর নামে নতুন বিভাগ হবে।
এদিকে এই দুই বিভাগে গঠন হলে দেশে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।
অন্যদিকে গত বছরের ২১ অক্টোবর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিস ভবনের উদ্বোধনী আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, “স্বাধীনতা যুদ্ধের ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’ স্লোগানের আদলে নদীর নামে হবে এ বিভাগ দুটির নাম। ফরিদপুর বিভাগের নাম হবে ‘পদ্মা’ আর ‘মেঘনা’ হবে কুমিল্লা বিভাগের নাম।
জেবি/ আরএইচ/