জঙ্গিদের ডান্ডাবেড়ি পরাতে চিঠি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২


জঙ্গিদের ডান্ডাবেড়ি পরাতে চিঠি
ফাইল ছবি

সাজাপ্রাপ্ত আসামি, জঙ্গি ও গুরুত্বপূর্ণ আসামিদের আদালতে হাজির করার সময় ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ। 


আজ মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন।


তিনি বলেন, গুরুত্বপূর্ণ আসামিদের ডান্ডাবেড়ি না পরানোর কারণে এরই মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আদালত থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। 


এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কারা সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

জেবি/ আরএইচ