ম্যানহলে পড়ে জার্মান উপরাষ্ট্রদূত আহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২
ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আহত হয়েছেন। এদিকে হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে টুইট বার্তায় দিয়ে এ তথ্য জানান তিনি।
গতকাল সোমবার (২১ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি জানান, আমি ঢাকাকে পছন্দ করি। তবে তিনি জানতেন, পথ চলতে যত সতর্কই থাকুক, রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেই!
টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন তিনি। যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য সুস্থ হয়ে আবার ফিরতে পারেন জার্মানির এ উপরাষ্ট্রদূত।
জেবি/ আরএইচ/