বিএনপি মিথ্যা তথ্য ছড়াচ্ছে: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৫ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিএনপি বলছে, প্রধানমন্ত্রী না কি বলেছে দেশে দুর্ভিক্ষ হবে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফখরুলের মুখে মধু, অন্তরে বিষ। ফখরুল শুধু মিথ্যাচার করে। পদ্মা সেতু তৈরি করেছি এটা তাদের সহ্য হচ্ছে না।
দুর্ভিক্ষ প্রসঙ্গে ফখরুলে বক্তব্য টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সকলকে মিতব্যয়ী হতে ও সতর্ক থাকতে। কিন্তু প্রধানমন্ত্রী বলেনি যে দেশে দুর্ভিক্ষ হবে। আমাদের ছয় মাসের রিজার্ভ আছে। একটা দেশ চলার জন্য তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট।
কাদের বলেন, আপনারা সিদ্ধান্ত নিবেন। আপনার কি চান শান্তি না অশান্তি। শেখ হাসিনার কাছে দেশ নিরাপদ। শেখ হাসিনার কাছে জাতি নিরাপদ। তাই আমি একটা কথাই বলব শেখ হাসিনার সরকার আরেকবার দরকার।
জেবি/ আরএইচ/