বিএনপির সমাবেশের আগের দিন সমাবেশ করবে আ.লীগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৪ পিএম, ২৩শে নভেম্বর ২০২২

আগামী ৯ ডিসেম্বর বিএনপির সমাবেশের আগের দিন সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে বলে জানিয়েছে সূত্র।
গত মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে বিএনপি।
অন্যদিকে এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জেবি/ আরএইচ