১০ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০০ এএম, ২৪শে নভেম্বর ২০২২


১০ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি
ফাইল ছবি

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসামাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। জানা গেছে, সমাবেশ করতে তাদের ১০ টি শর্ত দেওয়া হয়েছে।


গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) কুমিল্লার সিনিয়র সহকারী কমিশনার রাজীব চৌধুরি স্বাক্ষরিত একটি চিঠিতে এ অনুমতি প্রদান করা হয়। সেখানে সমাবেশের জন্য বিএনপিকে ১০ শর্ত মানতে বলা হয়েছে।


আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।


বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, শান্তিপূর্ণ সমাবেশ চাই। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে এটাই সবশেষ কথা। আসার পথে আমাদের নেতা-কর্মীদের যেন বাধা না দেয়া হয়।

জেবি/ আরএইচ/