‘ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল চালু’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২


‘ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল চালু’
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের শেষ সপ্তাহে সর্বসাধারণের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। 


তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করব।


আজ বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চুক্তি সই অনুষ্ঠান শেষে এসব কথা সাংবাদিকদেরকে জানান তিনি।


তিনি জানান, ইতমধ্যে উত্তরা থেকে আগারগাঁও এলাকায় মেট্রোরেলের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। এখন শেষ মুহুর্তের কাজগুলো করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আমরা নির্দিষ্ট সময়ে মেট্রোরেল চালু করতে পারব।

জেবি/ আরএইচ/