১০ ডিসেম্বর আ.লীগের নেতাকর্মীরা পাহারায় থাকবেন: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবেন।
আজ বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা প্রয়োজনে ভাঙচুর, অগ্নি-সন্ত্রাস করতে চায়। কিন্তু আমরা সেটি হতে দিবও না। আমরা বিএনপির সেই কর্মকাণ্ড কঠোর হাতে দমন করব।
হাছান মাহমুদ নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ১০ ডিসেম্বর আপনারা আমাদের কর্মীরা, নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন। যদি কোথাও কোনও বিশৃঙ্খলা হতে দেখেন সেটাকে কঠোর হাতে দমন করবেন।
জেবি/ আরএইচ