বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৮ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২
আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধা ৬ টা থেকে আগামী রোববার (২৭ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় সড়কের উন্নয়ন কাজ করা হবে। এ কারণে সেই ৬০ ঘন্টা জনসাধারণে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ করেছে বিআরটি কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটি কর্তৃপক্ষ।
যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করেছে বিআরটি।
এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
জেবি/ আরএইচ/