ছাত্রদল নেতা নয়ন হত্যা
এসপিসহ ১৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০০ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২
ছাত্রদল নেতা নয়ন হত্যার অভিযোগে পুলিশ সুপারসহ ১৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (২৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া আদালতে নয়নের বাবা এ মামলার আবেদন করেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বাদী পক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন আদালত।
জানা গেছে, মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ বিশ্বাসকে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা ও পুলিশ সুপার আনিসুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, পরিদর্শক (তদন্ত) তরুণ দে, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান, এসআই বিকিরণ চাকমা, কনস্টেবল শফিকুলকেও আসামি করা হয়েছে।
জেবি/ আরেএইচ