ছাত্রদল নেতা নয়ন হত্যা

এসপিসহ ১৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০০ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২


এসপিসহ ১৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
ফাইল ছবি

ছাত্রদল নেতা নয়ন হত্যার অভিযোগে পুলিশ সুপারসহ ১৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।


আজ বুধবার (২৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া আদালতে নয়নের বাবা এ মামলার আবেদন করেন বলে নিশ্চিত হওয়া গেছে।


বাদী পক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন আদালত।


জানা গেছে, মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ বিশ্বাসকে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা ও পুলিশ সুপার আনিসুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, পরিদর্শক (তদন্ত) তরুণ দে, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান, এসআই বিকিরণ চাকমা, কনস্টেবল শফিকুলকেও আসামি করা হয়েছে।

জেবি/ আরেএইচ