ধর্ষণের অভিযোগে বাধ্যতামূলক অবসরে উপসচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২
এবার ধর্ষণের অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এক উপসচিবকে। অবসরে পাঠানো উপসচিব হলেন এ কে এম রেজাউল করিম।
আজ বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, ধর্ষণের অভিযোগে ২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়েছিলো। কিন্তু এবার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
এতদিন উপসচিব পদমর্যাদায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন এ কে এম রেজাউল করিম।
দুই মামলাতেই ধানমন্ডি থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দেওয়ার পর রতনকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জেবি/ আরএইচ/