সরকার নতুন নাটক শুরু করেছে: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০১ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনও প্রকারের ঝামেলা না করে আগামী ১০ ডিসেম্বর আমাদের সমাবেশ করার অনুমতি দিন। আমি আইনশৃ্ঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি আপনারা আমাদের অনুমতি দিন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিন। যেনও আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারি।
আজ বুধবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, আমরা নিয়ম মেনে সমাবেশ করার জন্য আবেদন করেছি। এখন আপনাদের দায়িত্ব আমাদের সমাবেশের অনুমতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কিন্তু আপনারা সেটা করছেন না।
তিনি বলেন, সরকার আবারও নতুন নাটক শুরু করেছে। তারা গায়েবি মামলা দিচ্ছে। তারা পুরনো নাটককে আবারও নতুন করে প্রচার করছে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটাই আমাদের দাবি।
জেবি/ আরএইচ/