সময় পেলেই খেলা দেখি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৮ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সময় পেলেই খেলা দেখি। আর যখন খেলা দেখি তখন ভাবি কবে আমাদের দেশে এভাবে বিশ্ব আসরে খেলবে। তবে আমাদের মেয়েরা খুব ভালো ফুটবল খেলে। কিন্তু আমি মনে করি আমাদের ছেলেরাও পারবে।
আজ বুধবার (২৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতার মধ্যদিয়ে আমাদের খেলোয়াড়রা বিকশিত হচ্ছে। একসময় আমরা রিফিউজি হিসেবে ছিলাম। এরপর আমরা বাংলাদেশে আসার পর থেকে এই খেলাধুলাকে প্রাধান্য দিচ্ছি।
শেখ হাসিনা বলেন, খেলাধুলা যুবসমাজকে পথ দেখায়। যত বেশি খেলাধুলা করবে মন ও শরীর ভালো থাকবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সচিব মেজবাহ উদ্দিন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/