বিয়ের পিঁড়িতে সাইমন-বুবলি


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩২ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২


বিয়ের পিঁড়িতে সাইমন-বুবলি
ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসেছেন সাইমন-বুবলি! কি শুনে অবাক লাগলো। আসলে এমনটাই সবার ক্ষেত্রেই হবে। সম্প্রতি একটি চলচ্চিত্রে কাজ করছে সাইমন-বুবলি। সেই ছবির শুটিংয়ের কিছু দৃশ্য ফেসবুকে শেয়ার করেছে পরিচালক জসিম জাকির।


সেখানে দেখা গেছে, সাইমন-বুবলী গায়ে হলুদের সাজে সেজেছেন। ছবিটির নাম ‘মায়া দ্য লাভ’।


ছবিটিতে দুজনের ভালোবাসার পরিণতি পায় বিয়ের মাধ্যমে। সে বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে। সিনেমার শুটিং হলেও বাস্তবের বিয়ের অনুষ্ঠানের মতো সেট সাজিয়েছেন। 


পরিচালক জসীম উদ্দীন বলেন, সাইমন সাদিক আর নায়িকা বুবলির গায়ে হলুদের অনুষ্ঠান করছি। আগামী ২৫ তারিখে দুজনের বিয়ে দিবো। এ ছাড়া বাকি আরও কিছু চমক আছে। তা আপাতত জানাতে চাইছি না।

জেবি/ আরএইচ/