জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় অংশ নেওয়া ১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০০ এএম, ২৪শে নভেম্বর ২০২২

আদালত থেকে দুই জঙ্গি ছিনতাই মামলার আসামি মেহেদী হাসান গ্রেফতার করেছে সিটিটিসি।
আজ বুধবার (২৩ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিটিটিসির দাবি, মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার একজন সদস্য। তার বাড়ি সিলেট জেলায়। ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যার মিশনেও অংশ নিয়েছিলেন এই রাফি।