শ্রীঘ্রই গ্যাস সংকট কেটে যাবে: বাণিজ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২২


শ্রীঘ্রই গ্যাস সংকট কেটে যাবে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আমাদের দেশে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। এটা সাময়িক সময়ের জন্য। আশা করি খুব দ্রুত গ্যাস সংকট কেটে যাবে। মূলত বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সংকট।


আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আইসিসিবি সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, তৈরি পোশাকের মতো সিরামিকসহ যেসব খাতের পণ্য বিদেশে রপ্তানি করতে চায় তাদের সবার সুযোগ-সুবিধা দেওয়া হবে। এজন্য আমরা কাজ করে যাচ্ছি।


অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।