এলসি সমস্যার সমাধান করা হচ্ছে: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২২
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে এলসি খোলা সংক্রান্ত যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করা হবে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তিন দিনব্যাপী বাংলাদেশ বিল্ডকন, উড ও ইলেট্রিক্যাল ইন্টারন্যাশনাল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে এলসি খোলা নিয়ে সমস্যার সমাধান হবে। আপনাদের এলসি খুলতে সমস্যা হচ্ছে। আর এক মাস একটু অপেক্ষা করুন। এখনই সংকট কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। ডিসেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হবে।
মন্ত্রী বলেন, এই সরকার পুরোপুরি ব্যবসাবান্ধব। অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়ীদের হাতে। সেজন্য আপনাদের জন্য সব দরজা খোলা। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অত্যন্ত আন্তরিক।
জেবি/ আরএইচ